অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, সম্পাদক ও গবেষক ফয়সাল আহমেদের পাঁচটি বই। বইগুলো হলো – সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি, ফজলুল হকের গল্পসংগ্রহ, সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ, মুক্তিযুদ্ধে নদী ও নদীকেন্দ্রিক স্মৃতিকথার সংকলন ‘প্রিয় নদীর গল্প। বইগুলো পাওয়া যাচ্ছে জাগতিক প্রকাশনে (স্টল নং-৭২)।
সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ বইটি পাওয়া যাচ্ছে- উজান প্রকাশন এর স্টল নং-৯ এ
ফয়সাল আহমেদ একাধারে গল্পকার, প্রাবন্ধিক, বই-বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ ও নদী-বিষয়ক অনলাইন পোর্টাল ‘রিভার বাংলা’র সম্পাদক।
সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি
সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় চার নেতার অন্যতম ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের জীবনীগ্রন্থ ‘সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি’র তৃতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে বইমেলায়। বইটি ২০১৯ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ লাভ করে। এটির মূল্য ৩২০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।
ফজলুল হকের গল্পসংগ্রহ
ফজলুল হকের গল্পসংগ্রহ
ফজলুল হক ছিলেন অগ্রসর চিন্তার মানুষ। বামপন্থী রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। আমৃত্যু তিনি লালন করেছেন অসাম্প্রদায়িক চেতনা। যার ছাপ তার লেখায় পাওয়া যায়। বাংলা সাহিত্যে ফজলুল হকের আগমন ঘটে ১৯৪৩ সালে। তার লেখকজীবন ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি বেঁচেও ছিলেন খুবই অল্প সময়। মাত্র ৩৩ বছর। জীবনের এই সংক্ষিপ্ত সময়ে তিনি মাত্র পাঁচটি গল্প লিখেছেন। এর মধ্যে আবার একটি গল্প আজও খোঁজে পাওয়া যায়নি। সন্ধান পাওয়া গেছে, ‘মাছধরা, ‘বুড়ী-মা’, ‘মাস্টার’ ও ‘হারানের মৃত্যু’নামের গল্পগুলোর। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘পরিচয়, হুমায়ুন কবীর সম্পাদিত ‘চতুরঙ্গ’ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘নবযুগ’ পত্রিকায় উল্লিখিত গল্পগুলো প্রকাশিত হয়। গল্পকার ফজলুল হকের প্রতিটি গল্পই জীবনমুখী। মানুষ ও সমাজজীবনের হাহাকার, বাস্তব চিত্র তাঁর গল্পে নিপুণভাবে ফুটে উঠেছে। বইটির প্রকাশক দ্যু প্রকাশন। মূল্য ১২০ টাকা।
সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ
সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কীর্তিমান পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগের অভ্যন্তরে যেমন, তেমনই অপরাপর রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছেও তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন। তাঁর পিতা বাংলার রাজনীতির আরেক দিকপাল শহীদ সৈয়দ নজরুল ইসলামের মতোই তিনিও আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে ত্রাতা হিসেবে আর্ভিভ‚ত হয়েছেন বারংবার। সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই মানুষটিকে নিয়ে লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত এই বই- সৈয়দ আশরাফুল ইসলাম : রাজনীতির শুদ্ধপুরুষ। বইতে স্থান পেয়েছে তাঁর জীবন ও কর্মের ওপর মূল্যায়ন, স্মৃতিচারণ, সাক্ষাৎকার ও আলোকচিত্র। সেই হিসেবে এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল।
মুক্তিযুদ্ধে নদী
মুক্তিযুদ্ধে নদী
বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেমন ছিলো নদ-নদীগুলোর ভূমিকা? গুরুত্বের বিবেচনায় নদীগুলোই কি হয়ে উঠেছিলো মুক্তিযোদ্ধা? অগণিত নদীর চেনা-অচেনা জলপথগুলো কীভাবে রচনা করে দিয়েছিলো যুদ্ধজয়ের প্রেক্ষাপট? এমন আরও অনেক প্রাসঙ্গিক প্রশ্নের পটভূমি ও বিশ্লেষণ নিয়ে প্রকাশিত হয়েছে লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদের নতুন গ্রন্থ ‘মুক্তিযুদ্ধে নদী’। বইটি প্রকাশ করেছে নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
প্রিয় নদীর গল্প
প্রিয় নদীর গল্প
নদী-বিষয়ক বই ‘প্রিয় নদীর গল্প’ প্রকাশ করেছে ‘জাগতিক প্রকাশন’। বাংলাদেশ ও ভারতীয় ৩১ লেখকের নদী নিয়ে আশা-হতাশার বাস্তব এবং একই সঙ্গে কল্পনার আখ্যান দিয়ে সাজানো হয়েছে ‘প্রিয় নদীর গল্প’বইটি। বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। পৃষ্ঠা সংখ্যা ১৬০। মূল্য ৩২০ টাকা।