সিরাজুল ইসলাম চৌধুরী’র ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে, স্মৃতিতে’ বইয়ের মোড়ক উন্মোচন

গত শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়: ইতিহাসে, স্মৃতিতে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। প্রবন্ধের এই বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেঙ্গলবুকসের প্রকল্প প্রধান আজহার ফরহাদ। এরপর মঞ্চে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বেঙ্গলবুকসের প্রকাশক মাহমুদুল হাসানের বক্তব্যের পর বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অধ্যাপক ফিরদৌস আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, অনুবাদক, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নাট্যব্যক্তিত্ব ও অনুবাদক খায়রুল আলম সবুজ, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও গবেষক কাজী সামিও শীশ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বেঙ্গলবুকসের জ্যেষ্ঠ কনটেন্ট ডেভেলপার তৌহিদ ইমাম।