শুক্রবার ১৭ মার্চ ২০২৩ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক ও লেখক আমীন আল রশীদের- উন্নয়নপাঠ : নদী ও প্রাণ বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার আয়োজন করে নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)।
আরডিআরসি চেয়ারম্যান ও নদী গবেষক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, নদী অধিকার মঞ্চের সদস্য সচিব শমশের আলী, নৌযোগাযোগ বিশেষজ্ঞ আমিনুর রসুল, যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম, শিক্ষালোক এর নির্বাহী সম্পাদক আলমগীর খান, ঝালকাঠি পাবলিকেশন্সের প্রকাশক মিনার মাসুদ ও কবি সৈকত হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ নিয়ে উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের কঠোর সমালোচনা করেছেন লেখক, গবেষক ও অ্যাক্টিভিস্টরা। তারা বলেন, উন্নয়ন ও নদীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এর মধ্য দিয়ে নদীমাতৃক বাংলাদেশ থেকে নদী গায়েব করে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ভয়াবহ প্রবণতা ঠেকাতে তারা রাষ্ট্রের নীতিনির্ধারক, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, অ্যাকাডেমিশিয়ান ও অ্যাক্টিভিস্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একইসাথে শহর ও শিল্পাঞ্চলের নদীগুলো সবচেয়ে বেশি বিপন্ন উল্লেখ করে বক্তারা একে ‘আত্মঘাতি উন্নয়নচিন্তা’ বলে মন্তব্য করেন।
রাজধানীর কাছে টঙ্গি খালের উপর রেল সেতু নির্মাণ করতে গিয়ে খালের দুই পাড় ভরাটের সমালোচনা করে এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেশপ্রেম ও দায়বদ্ধতা নিয়েও বক্তারা প্রশ্ন তোলেন। তারা মনে করেন, টঙ্গি খালের প্রাণ-প্রবাহ ঠিক রেখেই সেতুটি নির্মাণ করা যেতো। পিলারগুলো নদীর সীমানার বাইরে দেয়া যেতো। কিন্তু সেটি না করে খরচ কমানোর জন্য সেতুর পিলার দেয়া হয়েছে খালের ভেতরে। এমনকি সরু এই খালকে ভরাট করে আরও সরু করে ড্রেনে পরিণত করা হচ্ছে। বছরের পর বছর ধরে যাদের ভুল নকশা ও পরিকল্পনার কারণে দেশের নদী, খাল, জলাশয় ভরাট হয়েছে; নাব্যতা হারিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, গবেষক জাকারিয়া মন্ডল, প্রবীণ বিষয়ে বিশেষজ্ঞ হাসান আলী, লেখক তাপস বড়ুয়া, সাংবাদিক ও নদীকর্মী সাঈদ চৌধুরী ও গল্পকার, সাংবাদিক সাইফ বরকতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ।
আরও পড়ুন…