লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত বইবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’-এর নতুন সংখ্যা (৫ম বর্ষ, ১ম সংখ্যা) প্রকাশিত হয়েছে।
এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ।
সব্যসাচী হাজরা’র নামলিপিতে এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা।
চলতি সংখ্যার এবং বইতে লিখেছেন— কথাশিল্পী হোসেন উদ্দীন হোসেন, কবি ও প্রাবন্ধিক, কাজী আলিম-উজ-জামান, স্বপঞ্জয় চৌধুরী, কথাশিল্পী আহমদ বশীর, সেলিম সারোয়ার, রুখসানা কাজল, জোবায়ের মিলন, কবি সৌম্য সালেক ও সুলতানা রাজিয়া।
এ ছাড়াও রয়েছে সাহিত্যিক ও প্রাবন্ধিক মাহফুজুর রহমানের দীর্ঘ সাক্ষাৎকার। আরও রয়েছে নতুন বইয়ের পরিচিতি ও সাহিত্য সংবাদ।
১২৮ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য মাত্র ১০০ টাকা।