একুশে বইমেলায় সোমের কৌমুদীর ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’
কবিতায় উঠে এসেছে দেশের প্রতি গভীর অনুভূতি, জীবন দর্শন, সমসাময়িক প্রেক্ষাপট। ফুটে উঠেছে মানুষের জীবনের দহনের কথা, প্রেম-বিষাদের কথা। সোমের কৌমুদী বিদ্যালয় জীবন থেকেই কবিতা ভালোবাসেন। সাহিত্যের সকল ধারাকে ভালোবাসলেও ঘর বাঁধা কবিতার সাথেই।