খ ম হারূনের বই ‘শঙ্কিত পদযাত্রা : টেলিভিশন জীবন, মুক্তিযুদ্ধ ও নানা প্রসঙ্গ’
বাংলাদেশ টেলিভিশনে যারা দীর্ঘ সময় কাজ করেছেন, বিশেষ করে সত্তরের দশকের শেষ ও আশির দশকের শুরু থেকে (এবং এর পরেও), তাঁদের পা ফেলতে হয়েছে মেপে মেপে। খ ম হারূনের আত্মকথনধর্মী এই বইটির শিরোনাম তিনি যদিও নিয়েছেন তাঁর প্রযোজিত ও পরিচালিত অনেক নন্দিত খণ্ড এবং সিরিয়াল নাটকের একটি থেকে, বাংলাদেশ টেলিভিশনে তাঁর পদযাত্রাও শঙ্কিতই ছিল।