এই যাত্রার শুভলগ্নে

ফয়সাল আহমেদ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি’

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। এমনই দিনে কোনোরূপ আনুষ্ঠানিকতা ছাড়াই পাঠকদের জন্য উন্মুক্ত হচ্ছে এবং বই অনলাইন www.ebongboi.com

এখন থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়মিত অনলাইনে পড়া যাবে সম্পূর্ণ নতুন ও ভিন্নরকম বই বিষয়ক সাহিত্য পত্রিকা এবং বই । এতে রয়েছে, বই আলোচনা, গদ্য, আমার প্রিয় বই, নতুন বই, বিদেশী বই, সাক্ষাৎকার, সাহিত্য সংবাদ ও বইকথনসহ মোট আটটি বিভাগ।

এখন থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়মিত অনলাইনে পড়া যাবে সম্পূর্ণ নতুন ও ভিন্নরকম বই বিষয়ক সাহিত্য পত্রিকা এবং বই

এবং বইয়ের একটি অনলাইন ভার্সন চাই’- প্রিয় পাঠকবৃন্দের এই দাবি বহু পুরোনো। সে প্রেক্ষিতে বিশেষত করোনা মহামারিকালে অনলাইনের বিষয়টি আমরা ভাবতে শুরু করি এবং কিছু প্রাথমিক কাজ তখনই সেড়ে রাখি। তারপর আর কোনো অগ্রগতি ছিলো না।

সবশেষ গত জানুয়ারিতে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং বইয়ের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ সম্মিলনে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের আলোচনায় অনলাইনের প্রসঙ্গটি আবারও সামনে আনেন, এবং অনলাইন প্রকাশের জোড় দাবি জানান। তারপরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই এবং বই অনলাইন ভার্সন প্রকাশের। তারই ফলস্রুতিতে আজকের এই শুভযাত্রা।

ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইনেও আমরা আলোচনা কিংবা সংবাদ প্রকাশ করে একটি ভালো ও গুরত্বপূর্ণ বইকে পাঠকের সামনে তুলে ধরতে চাই। আমাদের প্রত্যাশা এবং বই অনলাইন হয়ে উঠবে লেখক, প্রকাশক ও বইপ্রেমী পাঠকের প্রিয় পত্রিকা।

সকলের কল্যাণ হোক।

ফয়সাল আহমেদ : সম্পাদক ও প্রকাশক, এবং বই

ই-মেইল- ebongboi@gmail.com / foysal84@gmail.com

আরও পড়ুন…

এবং বই’র নতুন সংখ্যা প্রকাশিত