লেখক মানস চৌধুরী নতুন বই রাষ্ট্র-মেশিনের কোলে পাতা তুলতুলে লিবেরেল মাথা। বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল।
রাষ্ট্র-মেশিনের কোলে পাতা তুলতুলে লিবেরেল মাথা বইটি পাঠকের চিন্তাপ্রণালির অনেকগুলো আরামকে বিঘ্নিত করতে পারে। কারণ, যেসব ধারণার ওপর সমাজ-রাজনীতির প্রচলিত বিশ্লেষণগুলো প্রায়শই দাঁড়ানো থাকে, এ বইটি সেসব অনুমানকেই দুর্বল সাব্যস্ত করে এগিয়েছে। বরং, বইটি সেসব অনুমান-অনুসিদ্ধান্তগুলোর প্রতি মারাত্মক চ্যালেঞ্জ।
আরও পড়ুন – এম এম আকাশ এর নতুন বই ‘বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে’
বইটিতে ছয়টি খন্ড আছে। প্রথম খণ্ডে ‘শিক্ষায়তন ও শিক্ষাশাসন’ মুখ্যত উচ্চশিক্ষায় রাষ্ট্রীয় অভিঘাতগুলোর দিকে মনোযোগ দেওয়া হয়েছে। দ্বিতীয় খণ্ডে ‘সংবাদ-নিয়ন্ত্রণ ও প্রপাগান্ডাচর্চা’তে সংবাদ-পরিবেশনপ্রণালি আর সংবাদসংস্থাগুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক বিশ্লেষিত হয়েছে। ‘শ্রেণিবিদ্বেষের রাষ্ট্রকৃত্য’ খণ্ডে আলোকপাত করেছে কীভাবে বিধিবদ্ধ সব শ্রেণি-আচরণ সংগঠিত হচ্ছে সেদিকে। চতুর্থ খণ্ডে ‘সংস্কৃতি-সত্তার সংঘাত আর স্বার্থ’ এমন কিছু রচনাকে একত্রিত করেছে, যেখানে পরিচয়-নির্মাণের প্রবণতাগুলো আর সেখানকার লড়াইকে পাঠ করা হয়েছে। পঞ্চম খণ্ডে ‘প্রহরীর শাসনব্যবস্থা আর ভীতির কারিগরি’ বর্তমান সময়ের পদ্ধতিগত ভীতিমূলক পরিচালন-ব্যবস্থার দিকে আঙুল তুলেছে।
সূচিপত্র
ভূমিকা: প্রেমের পদ্য কিংবা প্যানপ্যানে রচনাদির এখনই শ্রেষ্ঠ সময়
- অধ্যায় ১: শিক্ষায়তন ও শিক্ষাশাসন
বিশ্ববিদ্যালয় ক্যারিকেচার: ‘ইঁদুর মরেএএএ…, কেবলই মরে!’
পাবলিক ভার্সাস পাবলিক
নিজেকেই যখন ভয়!: বাংলাদেশের বিদ্যাপীঠে ‘স্বাধীনতা’র প্রসঙ্গ
‘‘পাবলিক’’ বনাম ‘‘সরকারি’’: কত অনাচার শিক্ষাকাঠামো সহ্য করবে?
স্বরাষ্ট্রমন্ত্রীর স্প্রে-তত্ত্ব আর হতভাগা শিক্ষককুল
বেতনকাঠামো আর পদমর্যাদার থেকেও বৃহত্তর
জনাব শিক্ষামন্ত্রী! লড়াইটা কীসের সঙ্গে আপনি জানেন তো?
জাহাঙ্গীরনগরে হাইকোর্ট দর্শন ও হস্তী দর্শন
রসবোধ আর টিটকিরির ফারাকটা বিশেষ সূক্ষ্ম নয় আর
- অধ্যায় ২: সংবাদ-নিয়ন্ত্রণ ও প্রপাগান্ডাচর্চা
গণতান্ত্রিক মিডিয়ার মিথ
খেলারাম খেলে চলে, বেচারাম বেচে: সংবাদ-জরুরিত্বটা আসলে কী বস্তু?
ফেইসবুক নিয়ে ফেইসঅফ: বাংলাদেশে ডিজিটাল নিষেধাজ্ঞা
সরকারের লাগাতার ডিনায়াল সিন্ড্রোম ও মিডিয়া ম্যানেজমেন্ট
অবয়ব বাজারজাত করতে গেলে চরিত্রটাও করতে হয়
কত জাতীয় পার্টি
গুজব আর নৈঃশব্দ্য্যের রাজ্য: আমাদের রাজনৈতিক সংস্কৃতি
উচ্ছেদ আর ‘উন্নয়ন’এর রাজনীতি; সংবাদ-গুরুত্বের পালাবদল
- অধ্যায় ৩: শ্রেণিবিদ্বেষের রাষ্ট্রকৃত্য
সুলভ মৃত্যুর দেশে: একটি শোকগাঁথা
বাস-টেম্পোর ওই হেল্পার-ড্রাইভারকেই শত্রু মনে হয় আপনার?!
অর্বাচীন রিকশা-সওয়ারির বাজেট ভাবনা: একট্রিপ রিকশায় এক পাউরুটি হবে?
বিস্মৃত শ্রমিককুল: আপনার অনুকম্পার প্রসঙ্গ নয় এটা
শয়তানের কি এত উকিল দরকার?
‘গ্রাম’ এমনকি কাঁচামাল জোগানদাতা হিসোবেও যখন মৃতবৎ
বাড়ি ফেরা এক পৌনঃপুনিক দুর্ভোগের বন্দোবস্ত
কার ঢাকা? কে আসেন? কীভাবে নিবাসেন?
- অধ্যায় ৪: সংস্কৃতি-সত্তার সংঘাত আর স্বার্থ
অভিজিৎ হত্যা: প্রেম, ঘৃণা, বিষাদ আর আতঙ্কের উপাখ্যান
বাংলাদেশের ইতিহাসে এই মেরুকরণটি খুব জরুরি ছিল
এটাই শেষ জমায়েত নয়
লিবেরেলদের বাম-বাসনা
সরকার ঠিক কোথায় থাকে?
যথেষ্ট হয়েছে! সরকারের সঙ্গে মান-অভিমানের সম্পর্ক বাদ দিন
কার কাছে গণতন্ত্র চাইবেন?
হেফাজতে ইসলাম এবং ক্যাজুয়াল মধ্যবিত্তের রাজনীতি-বাসনা
ভোটাধিকার: সাংস্কৃতিক এই লড়াইটায় আমার পক্ষ আছে কি?
নৈঃশব্দ্য আর উৎসবের রাজনীতি!
ঝোলের লাউ আর অম্বলের কদু!
সংকঙ্কটটা পরিশেষে নয়া ‘লাইফস্টাইল’প্রস্তস্তাব বা পেশ করতে না পারার
- অধ্যায় ৫: প্রহরীর শাসনব্যবস্থা আর ভীতির কারিগরি
‘নেপো’য় মারে দই…”: কর্পোরেট সামরিক মিথোজীবিতা!
পুলিশ ঠিক কতোটা পুলিশ?
পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ড
ফ্যাসিবাদ মানে আসলে পিটনিতন্ত্রের জনপ্রিয়তা
নিওলিবেরেলবাদী শাসনকাঠামো, জননৈঃশব্দ্য, গণফুফূর্তি
‘জানমালে’র বাগাড়ম্বর আর দীর্ঘমেয়াদি চৈতন্য বিপর্যয়
অস্বীকারের সংস্কৃতি? নাকি অবজ্ঞা, প্রপাগান্ডা, আর গুন্ডামি?
জাতির উদ্দেশ্যে ভাষণ কিংবা ‘ট্র্যাংকুলাইজার’-এর মর্মকথা
চিলতে হাসির গণতন্ত্র: আমাদের কল্পগাভিটি!
তাঁর ‘নজর’ এবং এদের নজরবন্দি আমাদের জীবন
‘রাজার ঘরে যে ধন আছে…’
- অধ্যায় ৬: জাতীয়তাবাদী জজবা
‘তোমার পতাকা বহিবার শকতি দাও যারে’, তারে কি এমন করে মারে!
গর্জন আর বর্ষণের বাইরেও
জাতির ইতিহাসবোধ স্থূল হতে বাধ্য
‘জাতীয়’ সংস্কৃতির খোঁজে: উৎসবগুলোতে উৎকট সাংস্কৃতিক পরিবেশনা প্রসঙ্গে
দেশ ও জাতীয়তাবাদ: আমার কয়েক দফা সূত্রপাত
জাতীয়তাবাদী জজবা নাকি জামাত-জুজু?!!
সেই জুজুবুড়িটা, আর দুই দেশের চলতি জাতীয়তাবাদ
অসংবেদনশীল রাষ্ট্র আর গরিমাময় জাতির মুখোমুখি