সুকান্ত বিশ্বাসের ছড়ার বই- ভূতের রাজা কিং ভূত

প্রকাশিত হয়েছে সুকান্ত বিশ্বাসের ছড়ার বই ভূতের রাজা কিং ভূত । পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। ২০ টি ছড়া রয়েছে এ বইয়ে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর, অলংকরণ সজল মিশ্রের।

বইয়ে ভূতকে কেন্দ্রে রাখা হয়েছে। ভূত নিয়ে অন্তত ৬টি ছড়া রয়েছে। সত্যিকার অর্থে, ভূতের সাথে আমাদের লৌকিক জীবনের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। বিশেষ করে আমরা আমাদের শিশুদের ভূতের ভয় দেখিয়ে মজা পাই। কিন্তু ভূতকে ভয়ের নয়, একান্ত কাছের ও মজার কিছু করে তোলার প্রয়াস পেয়েছেন আলোচ্য বইয়ের লেখক। ভূতকে নিয়ে লেখার পাশাপাশি আরও নানা বিষয় স্থান করে নিয়েছে বাকি সব ছড়া।

ছড়ার বই - ভূতের রাজা কিং ভূত - সুকান্ত বিশ্বাস
ভূতের রাজা কিং ভূত – সুকান্ত বিশ্বাস

বইয়ের নাম ছড়াটি শুরু হয় এভাবে- 

ভূতের রাজা কিং ভূত

আছেন সিংহাসনে

সামনে যত ভূতের দলে

খুশি মনে মনে

ভূতের ভয় ভাঙানোর উদ্দেশ্যে আরেকটা ছড়ার শেষের পংক্তিগুলো এমন-  

বলছি তোমায় শোন এবার

ভূত কোথায় এই দেশে ?

মিছে ভূতের ভয়ের কথায়

মরছি আমি শেষে।

‘ইঁদুর কেন বই কাটে’ ছড়াটি বেশ নির্মল আনন্দের উদ্রেক করে-

ইঁদুর কেন বই কাটে মা

বইয়ের মাঝে নড়ে?

ইঁদুর বুঝি অন্য রকম

দাঁত দিয়ে বই পড়ে!

কাটুস-কুটুস পড়া বুঝি

গভীর রাতে হয়?

সবাই যখন ঘুমের ঘোরে

ইঁদুর জেগে রয়!

মূলত শিশু এবং কিশোরদের উপযোগী ছড়াগুলো বড়দেরও আগ্রহ ও ভালোলাগার কারণ হতে পারে এর চিরকালীন আবেদনের জন্যে। 

আরও পড়ুন..

উন্নয়নের বিভ্রান্তিকর সংজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে নতুন চোখে বাংলাদেশ দেখার বই ‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’