কাজী আলিম-উজ-জামানের তৃতীয় কাব্যগ্রন্থ ‘হে প্রেমময়ী নিষ্ঠুর হেমন্ত’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি কাজী আলিম-উজ-জামানের তৃতীয় কাব্যগ্রন্থ ‘হে প্রেমময়ী নিষ্ঠুর হেমন্ত’। বইটি প্রকাশ করেছে জাগতিক প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। ভূমিকা লিখেছেন কবি জুয়েল মাজহার। মূল্য ২০০ টাকা।

কবি ও সাংবাদিক কাজী আলিম-উজ-জামান নিজেকে সাহিত্যের কর্মী ভাবতে পছন্দ করেন। প্রথম কবিতা ও গল্পের প্রকাশ স্কুল ম্যাগাজিনেই। সাংবাদিকতা পেশার সূত্রে দেশীয় ও বৈশ্বিক নানা বিষয়ে সংবাদ বিশ্লেষণ, কলাম লিখতে হয়। লিখে চলেছেন। সাহিত্য ও ইতিহাস বিষয়ে গবেষণা তাঁর ব্রত। পুরান ঢাকা অন্যতম প্রিয় বিষয়। গণপাঠাগার আন্দোলনের একজন কর্মী। ছোট কাগজ ‘এবং বই’য়ের নিয়মিত প্রবন্ধকার।

এ সব কিছুর মাঝেই নিজেকে খুঁজে পান কবিতায়। কাব্যচর্চাই তাঁর সকাল-দুপুর-মাঝরাতের আনন্দ-বেদনা। চারপাশের যাপিত জীবনে যা দেখেন, যা বোঝেন, এই সামাজিক বৈষম্য, অবিচার, প্রেমতৃষ্ণা- পরাবাস্তব ভাবনার ভেতর দিয়ে ধরা পড়ে তাঁর কবিতায়।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ জোছনার মেয়ে, বৃষ্টির বোন পাঠ করে কবি আসাদ চৌধুরী লিখেছিলেন, পরাবাস্তব ভাবনা আমাদের মরমী গীতি কবিদের কল্যাণে এবং অনুবাদের মাধ্যমে আমাদের কাছে অপরিচিত নয়। ভালো লাগছে আব্দুল মান্নান সৈয়দ, আবুল হাসান আর আবিদ আজাদের পর আমাদের বর্ণমালায় নতুন করে এ স্বাদ পাচ্ছি।’

পরাবাস্তব ভাবনা আমাদের মরমী গীতি কবিদের কল্যাণে এবং অনুবাদের মাধ্যমে আমাদের কাছে অপরিচিত নয়। ভালো লাগছে আব্দুল মান্নান সৈয়দ, আবুল হাসান আর আবিদ আজাদের পর আমাদের বর্ণমালায় নতুন করে এ স্বাদ পাচ্ছি।’

কবি আসাদ চৌধুরী

কাজী আলিম-উজ-জামান কবিতা আপনার প্রাত্যহিক রোজনামচায় অন্যরকম আনন্দ ও ভাবনার অনুভূতি এনে দেবে।

পেশায় সাংবাদিক কাজী আলিম-উজ-জামানের জন্ম ৮ জানুয়ারি ১৯৭৮, বাগেরহাটে। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বর্তমানে দৈনিক প্রথম আলো পত্রিকার উপ বার্তা সম্পাদক হিসেব দায়িত্ব পালন করছেন।

তাঁর প্রকাশিত বই :

১. জোছনার মেয়ে, বৃষ্টির বোন (কাব্যগ্রন্থ)। প্রকাশক: রোদেলা প্রকাশনী/২০১৫

২. ভালোবাসার হরেক রং (গল্পগ্রন্থ)। প্রকাশক: রোদেলা প্রকাশনী/২০১৫

৩. ভাঙা কাঠের সেতু  (কাব্যগ্রন্থ)। প্রকাশক: অ্যাডর্ন/২০১৬

৪. সন্ধ্যায় ফেরার সময় (গল্পগ্রন্থ)। প্রকাশক অ্যাডর্ন/২০১৬

৫. কীভাবে হবেন জনগণের কন্ঠস্বর, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একটি নির্দেশিকা (অনুবাদ গ্রন্থ)। প্রকাশক: কনরাড অ্যাডেনাওয়ার স্টিফটুং (জার্মানী)

৬. ঢাকার গণপাঠাগার: আলোয় ভরা ভুবন (গবেষণাগ্রন্থ)। শ্রাবণ প্রকাশনী/২০২০

সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা এবং বই অনলাইনের পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো-

আমার বামপন্থী বন্ধুরা

আমার বামপন্থী বন্ধুদের মধ্যে দুই-একজন আছেন,

ধ্যানমগ্ন হিমালয়-ঋষি,

তাঁদের এই মগ্নতার খামারে কত স্বপ্নের রোদ ওঠে,

ঝিলিক দিয়ে যায় রংধনু- বেনিআসহকলা।

কখনোবা ঝড়ের পূর্বাভাস নিয়ে আসে শ্যামবর্ণ মেঘ,

আমার বামপন্থী বন্ধুদের মনে ঘুম নেই

দেশ-সমাজ-মানুষ পিছিয়ে পড়ে যদি,

ঘুমিয়েও সদা জেগে থাকেন বামপন্থী বন্ধুরা।

দিনে দিনে দূরে, বহু দূরে বামপন্থী বন্ধুরা,

আকাশে ড্রোন ক্যামেরাও দেখে না তাদের,

আমি দেখি, পেছনের সিটে আমার বন্ধুদের,

বাইরে বিস্তর কোলাহল, বিভ্রান্ত মারমুখী জনতা

ওদের চাই জ্ঞানতত্ত্ব, মতবাদের বটিকা

তবু কোনো স্টেশনেই থামে না বন্ধুদের গাড়ি।

ভেঙে যায় বামপন্থী বন্ধুদের একের পর এক প্রেম,

সুদৃঢ় ঐক্যের প্রেস রিলিজে বিস্তর কাটাকুটি,

রোগীর মৃত্যুর পর হন্তদন্ত হয়ে পৌঁছান ডাক্তার সাহেব,

পথে পথে যেতে যেতে বেরিয়ে আসে গভীর ষড়যন্ত্র তত্ত্ব!

আলোচনার টেবিল প্রস্তুত, বিষয় থেকে বিষয়, পাল্টে যায় সব,

আসে নতুন এজেন্ডা-একুশ শতকের চ্যালেঞ্জ।

আলোচনা চলতেই থাকে,

কেশে পাক ধরে বিপ্লবী নেতাদের।

সাধারণ মানুষ সারা দিন খেটে দুটো খেয়ে ঘুমিয়ে পড়ে,

ওদিকে সমৃদ্ধ হয় মতবাদ, পুস্তক বেরোয়,

আরও কিছু মূল্যবান বৃক্ষের অকাল মৃত্যু ঘটে।

এই আমার বামপন্থী বন্ধুরা,

ওঁদের ভালো না বেসে পারি না।

আরও পড়তে পারেন….

বিধান রিবেরুর নতুন বই ‘কানান্তর’