আয়োলিতার পুরুষ

কাজী লাবণ্য

আয়োলিতার পুরুষ- গল্পগ্রন্থে মোট তেরোটি গল্প আছে। দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে লেখা হয়েছে গল্পগুলো। তবে অধিকাংশ গল্পই লেখা হয়েছে অতিমারীর জীবন-মৃত্যুর সংশয়ের সেই শ্বাসরূদ্ধকর সময়ে। শংকা আর উদ্বেগের মধ্যে কলম ধরতে হয়েছে বলেই হয়তো গল্পগুলোতে কেবল নিটোল আখ্যানই নির্মিত হয়নি, মানুষের জীবনের বহুমাত্রিক অনুভবের দৃশ্যপটও নির্মিত হয়েছে। গল্প নির্মাণের এই যে এমন দুঃসাহসী প্রচেষ্টা এতে অন্যান্য গল্পকারের মন, মনন কীভাবে প্রভাবিত হয় ঠিক জানি না; একেকটা গল্প লেখার পর ভিন্ন ভিন্ন রকম অনুভূতিতে আমার মন আচ্ছন্ন হয়ে পড়ে।

কখনো কখনো তৃপ্তি নিয়ে গল্পের দিকে তাকাই কখনো বা দূরবর্তী এক নদীর বুকে চর জাগার মতো বিবিধ সংশয় এসে সব ওলোট পালোট করে দিতে চায়। বিশ্বাস করি, লেখকেরা কেবল গণেশের কলম হাতেই রাখেন না, শক্ত হাতে বৈঠাও ধরে থাকেন। তেমনই এক শক্ত বৈঠা হাতে মনে মনে ভাবি এই সংশয় তো জ্ঞান আর উৎকর্ষ অন্বেষণের কাঙ্ক্ষার! পাঠক হিসেবে নিজের লেখা গল্পের দিকে তাকালে কিছুটা আত্ম বিশ্লেষণের সুযোগ তৈরি হয়। সেই বাসনা থেকেই ‘আয়োলিতার পুরুষ’ গ্রন্থের গল্পগুলোর দিকে খানিকটা নজর দিতে চাই।

‘ঈশ্বরের রায়’ গল্পের বুড়ি ভাবে সকলের রায় শেষ হলে কখন সে একা হবে! একা হয়ে সন্তানের মুখ মনে করে প্রাণভরে কাঁদবে। ‘মানুষের রঙ’ গল্পের একজন উচ্চশিক্ষিত মানুষ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য, এই যুগে এসেও কলম ফুঁ দিয়ে আনেন। ‘হাজারমুখী রোদসী’ একদিন ঘটনার ঘনঘটায় তার স্বাভাবিকতা হারিয়ে স্তব্ধ হয়ে যায়। ‘পারানির কড়ির’ বড় মেয়েটি, ‘ওই যে ছাতিম গাছের মতোই আছি, সহজ প্রাণের আবেগ নিয়ে মাটির কাছাকাছি’ মাটির কাছাকাছি থেকেও কি সে পেয়েছিল একটি স্বাভাবিক জীবন! সংসার গল্পের মধ্যমণি রানু নামের সেই মধ্যবয়সি নারী কী পেরেছিল তার অতিযত্নে গড়া সংসারটা টেকাতে। ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নীহারবানু বাসা থেকে বেরিয়ে ভার্সিটিতে গিয়েছিল, তারপর কি সে ফিরে এসেছিল মা ভাইবোনদের কাছে?

এভাবেই এক এক করে এগিয়ে যেতে থাকে এই গ্রন্থের তেরো রকম রুচি, বিষয়, বৈশিষ্ট, ও মেজাজের তেরোটি গল্প। যার একটিতে আয়োলিতা নিজেই নিজের গল্পের স্রষ্টা হয়ে যায়। আর, একটা সময়ে মনোটোনাস এই শহরের, মনোটোনাস যাপনের ওষ্ঠাগত হতাশার ফাঁস ক্রমশ ওর দম বন্ধ করে দিতে চাইলে সেখান থেকে পালাতে চায় আয়োলিতা। কিন্তু চাইলেই কি শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারে সে?

এমন সব মীমাংসিত আর অমীমাংসিত দোদুল্যমানতার মধ্য দিয়েই ‘আয়োলিতার পুরুষ’ গল্পগন্থের গল্পগুলো পাঠকের মুখোমুখি দাঁড়িয়ে যায়।

আরও পড়ুন…

উন্নয়নের বিভ্রান্তিকর সংজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে নতুন চোখে বাংলাদেশ দেখার বই ‘উন্নয়নপাঠ: নদী ও প্রাণ’

আয়োলিতার পুরুষ , লেখক- কাজী লাবণ্য
প্রকাশক-চলন্তিকা , মুদ্রণ মূল্য-৩০০ টাকা
বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ২০৩-২০৪ নং চলন্তিকা স্টলে।