এম এম আকাশ এর নতুন বই ‘বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে’

সদ্য স্বাধীন বাংলাদেশের গতিমুখ আলোচনা ও ঔৎসুক্যের শেষ নেই। কী ছিল বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন, কীভাবে তিনি গড়তে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশটিকে, কৃষি-শিল্প নিয়ে তাঁর ভাবনা কী ছিল, কতদূর সাফল্য পেয়েছিলেন, কোন কোন ক্ষেত্রে অর্জন যথেষ্ট ছিল না, তাঁর রাজনৈতিক তৎপরতার পরম্পরা কীভাবে তাকে তৈরি করেছিল, এই সব প্রসঙ্গ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তৃত একটি গবেষণাগ্রন্থ বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে।

অধ্যাপক এম এম আকাশের নতুন বই ‘বঙ্গবন্ধুর উন্নয়নদর্শন: দারিদ্র্যমুক্ত পরিকল্পিত বাংলাদেশ অভিমুখে, বইটি প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএল

অধ্যাপক এম এম আকাশ একজন অর্থনীতিবিদ হিসেবে এবং ইতিহাসের ঘটনাপঞ্জির আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নদর্শনকে বোঝার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে অধিকাংশ রচনায় নির্মোহ বিশ্লেষণের চেষ্টার চাইতে স্তুতিই বেশি দেখা যায়।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক ড. এম এম আকাশ

অধ্যাপক এম এম আকাশ চেয়েছেন ‘মানুষ বঙ্গবন্ধু’কে তাঁর সময়ের প্রেক্ষিতে বিবেচনার একটি পদ্ধতিগত রূপরেখা তৈরি করতে। ফলে বঙ্গবন্ধুর রাজনৈতিক অভিযাত্রার সূচনা থেকে একদম শেষ পর্যন্ত তাঁর চিন্তার বিকাশকে অধ্যাপক এম এম আকাশ যেমন ধরতে চেয়েছেন, তেমনি যে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচিগুলো দিয়ে বঙ্গবন্ধু রাষ্ট্রটিকে আমূল রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন, তারও একটি অ্যাকাডেমিক মূলায়ন লেখক এই গ্রন্থে হাজির করেছেন।

এই বিবেচনায় বলা যায়, বঙ্গবন্ধুর সমাজ ও অর্থনৈতিক ভাবনা বিষয়ে এই গ্রন্থটি হাতে গোণা অল্প কয়েকটি গবেষণা গ্রন্থের একটি বলে বিবেচিত হবে এবং লেখক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সব পাঠকের জন্য গুরুত্বপূর্ণ তথ্যবহুল এ বই নতুন চিন্তার দুয়ার খুলে দেবে।

বইটির সূচিপত্র
ভূমিকা
অধ্যায় ১ : স্বপ্ন: শৈশব থেকে যৌবন
১.১ শৈশব
১.২ কৈশোর-আন্দোলন-সংগ্রাম
১.৩ রাজনীতিতে হাতেখড়ি
১.৪ পাকিস্তানের জন্মলগ্নে বঙ্গবন্ধুর চিন্তার বিকাশ
অধ্যায় ২ : পাকিস্তানে বঙ্গবন্ধুর বিকাশ
২.১ পাকিস্তানপর্বের সূচনালগ্ন
২.২ ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধুর চিন্তার বিকাশ
২.৩ ভাষাপ্রশ্নে সোহরাওয়ার্দীর সঙ্গে দ্বিমত
২.৪ বঙ্গবন্ধুর জীবনে একটি জলবিভাজক রেখা (Watershed)
‘যুক্তফ্রন্ট নির্বাচন’

২.৫ পরিণত বয়সে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ
২.৬ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
অধ্যায় ৩ : স্বপ্ন: স্বাধীন ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত-শোষণমুক্ত-পরিকল্পিত
বাংলাদেশ
৩.১ স্বাধীন বাংলাদেশ: তাৎক্ষণিক প্রয়োজনসমূহ ও বৃহৎ
সাংবিধানিক স্বপ্ন
৩.২ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বঙ্গবন্ধু
৩.৩ চার ‘খলিফা’-র পদত্যাগ ও নিঃসঙ্গ বঙ্গবন্ধু
৩.৪ বঙ্গবন্ধু: নিঃসঙ্গ শেরপা ও নতুন চিন্তা ‘বাকশাল’
বা ‘শেষ চেষ্টা’
৩.৫ বঙ্গবন্ধুর শিক্ষা
পরিশিষ্ট ১: বঙ্গবন্ধু প্রদত্ত দুটি ভাষণ
পরিশিষ্ট ২: বঙ্গবন্ধুর মৃত্যুপরবর্তী ঘটনাবলি