মনসুর হেলালের ‘গন্তব্যে বিপন্ন বিদ্রুপ’ নাক্ষত্রিক সম্ভাবনায় সমুদ্ভাসিত কাব্য
মনসুর হেলাল একজন দৃঢ়চেতা প্রতিশ্রুতিশীল শক্তিমান কবি। ভাবে, বিষয় বৈভবে, চিন্তনে, কাব্যিক গভীরতায়, ছন্দের পরীক্ষা-নিরিক্ষার কৌশল, শব্দের নান্দনিক ব্যবহার, উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব সবমিলে বলা যায় তিনি স্বার্থক কাব্য নির্মাতা।