হারুকি মুরাকামির নতুন উপন্যাস আসছে ৬ বছর পর

বিশ্বের অন্যতম জনপ্রিয় জাপানি লেখক হারুকি মুরাকামির নতুন উপন্যাস আসছে ৬ বছর পর। দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস নামের এই উপন্যাসটি আগামী এপ্রিলে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশকনা প্রতিষ্ঠান শিনকোশা পাবলিশিং কোং। বইটি সম্পর্কে খুব কম তথ্যই জানাচ্ছে তারা। তবে তারা এটুকু বলেছে যে পাণ্ডুলিপিটি প্রায় ১ হাজার ২০০ পৃষ্ঠার।

পাঠকমহলে জোড় আলোচনা চলছে, যে ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস’ নিশ্চিতভাবেই মুরাকামির প্রথম দিকের কোনো একটি কাজের সাথে মিল আছে।

বইয়ের শিরোনামটি বিশ্বজুড়ে মুরাকামির ভক্তদের কাছে পরিচিত। কারণ মুরাকামি’র আত্মপ্রকাশের এক বছর পর ১৯৮০ সালে একটি সাহিত্য পত্রিকায় একই নামে একটি গল্প প্রকাশিত হয়েছিল। কিন্তু বই হিসেবে প্রকাশিত হয়নি।

তার দ্বিতীয় বই ‘পিনবল ১৯৭৩’ এর পরপরই লেখা, ছোট উপন্যাসটি কখনও বই আকারে প্রকাশিত হয়নি। তাঁর ভক্ত অনুরাগীরা দীর্ঘকাল ধরে বইটির সন্ধান করছে। তবে হারিয়ে যাওয়া কাজটি শেষ পর্যন্ত তার ১৯৮৫ সালের মাস্টারপিস ‘হার্ড-বোয়েল্ড ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্যা ইন্ড অফ দ্যা ওয়ার্ল্ড’ এর একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

মুরাকামির প্রকাশনা সংস্থা শিনকোশা পাবলিশিং কোং বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস’ আগামী ১৩ এপ্রিল প্রিন্ট ও ডিজিটাল ২ ফর্ম্যাটেই প্রকাশিত হবে। তবে এটির ইংরেজি অনুবাদ কবে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। বইটির টিজারে প্রকাশনা সংস্থা বলেছে, এটি আত্মায় আলোড়ন তুলবে। নিয়ে যাবে মুরাকামির জগতে।

প্রকাশকের কর্মীরা বলেছেন যে, প্লটটি সম্পর্কে বিস্তারিত বিবরণ গোপন রাখা হয়েছে কারণ অনেক মুরাকামি ভক্ত বলেছেন যে তারা তার বইাট কী সম্পর্কে লেখা হয়েছে তা না জেনেই তার বইগুলি পড়া শুরু করতে পছন্দ করেন।

সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় এবং তার ভক্তদের জন্য একটি জমায়েতের স্থান হিসাবে ২০২১ সালে টোকিওর ওয়াসেদা ইউনিভার্সিটিতে একটি লাইব্রেরি খোলা হয়েছে, যেখানে মুরাকামির লেখা, স্ক্র্যাপবুক এবং রেকর্ড সংগ্রহে রাখা হয়। ৭৪ বছর বয়সী জাপানি লেখক মুরাকামির প্রথম বই ছিল ১৯৭৯ সালে প্রকাশিত ‘হিয়ার দ্য উইন্ড সিং’। ১৯৮৭ সালে প্রকাশিত ‘নরওয়েজিয়ান উড’ তার প্রথম বেস্টসেলার। ওই বইটি তাকে তরুণ তারকা সাহিত্যিকের খ্যাতি এনে দেয়। মুরাকামি ‘অ্যা ওয়াইল্ড শিপ চেজ’, ‘দ্য উইন্ড-আপ বার্ড ক্রনিকলের’ মতো আরও বেস্টসেলার লিখেছেন। সবশেষ তার ‘কিলিং কম্যান্ডেটোর’ বইয়ের ১ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। বইটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।

Image

হারুকি মুরাকামি একজন জাপানি লেখক, যার জন্ম জাপানের কিয়টো শহরে। যদিও তার বেড়ে ওঠা কোবে শহরে। ষাটের দশকের শেষদিকে টোকিওতে ছাত্রজীবন কাটানোর ফলে তার মধ্যে আধুনিক সাহিত্যের প্রতি ভাল লাগা তৈরি হয়। হারুকি মুরাকামি ১৯৭৫ সালে টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বিংশ শতাব্দীর জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হন।তিনি মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করেন এবং প্রথম উপন্যাস প্রকাশের আগপর্যন্ত স্ত্রীকে নিয়ে বেশ কয়েক বছর টোকিতে একটি ক্যাফে চালান।

তিনি প্রায়শই একাকী থাকতে পছন্দ করেন, এক সাক্ষাৎকারে তিনি বলেন- আমি কখনোই সামাজিক মানুষ নই। হতেও চাইনি। কোনো একটা নির্জন জায়গায় আমি নিজের মতো করে থাকতে চাই।

মুরাকামি একজন উত্সাহী সঙ্গীত সংগ্রাহক। তিনি ক্লাসিক্যাল, জ্যাজ এবং রক ধরনের সঙ্গীত পছন্দ করেন এবং সঙ্গীত তার অনেক গল্পে একটি গুরুত্বপূর্ণ মোটিফ হিসাবে কাজ করে। ২০১৮ সাল থেকে মুরাকামি টোকিও এফএম-এ একটি মুরাকামি রেডিও শো হোস্ট করেছেন যেখানে তিনি তার কিছু প্রিয় সঙ্গীত বাজান এবং মাঝে মাঝে হাস্যরসাত্মক ভাষ্য এবং সঙ্গীত ট্রিভিয়া প্রদান করেন। তিনি মাঝে মাঝে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও কথা বলেছেন।

আরও পড়ুন….

গানের জীবন, জীবনের গান